০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদাবাজির অভিযোগে দুই সাংবাদিক আটক

গোপালগঞ্জে চাঁদাবাজির অভিযোগে শফিকুল ইসলাম ও ইকবাল মিয়া নামে দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১২ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (১১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার নিজরা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির সাজেদুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জ শহরের বিসিক এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম। তিনি আজকের বাংলাদেশসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকের গোপালগঞ্জ প্রতিনিধি। অপর সাংবাদিক টুঙ্গিপাড়া উপজেলার বাসিন্দা ইকবাল মিয়া। তিনি ভোরের সময় নামের একটি অনলাইন পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান খুলনা এডিশনকে জানান, বিকেলে সদর উপজেলার নিজরা এলাকায় এক ব্যক্তি তার বাড়ির পাশে ড্রেজার দিয়ে মাটি কাটছিলেন। এসময় ওই দুই সাংবাদিক গিয়ে তার কাছে চাঁদা দাবি করেন। এসময় স্থানীয় জনতা ও ড্রেজার মালিক তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

ওসি আরো বলেন, এ ঘটনায় ড্রেজার মালিক লিটন বাদী হয়ে চাঁদাবাজির মামলা করেছেন। মামলার পর রবিবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

চাঁদাবাজির অভিযোগে দুই সাংবাদিক আটক

আপডেট সময়: ০৭:২৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

গোপালগঞ্জে চাঁদাবাজির অভিযোগে শফিকুল ইসলাম ও ইকবাল মিয়া নামে দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১২ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (১১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার নিজরা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির সাজেদুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জ শহরের বিসিক এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম। তিনি আজকের বাংলাদেশসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকের গোপালগঞ্জ প্রতিনিধি। অপর সাংবাদিক টুঙ্গিপাড়া উপজেলার বাসিন্দা ইকবাল মিয়া। তিনি ভোরের সময় নামের একটি অনলাইন পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান খুলনা এডিশনকে জানান, বিকেলে সদর উপজেলার নিজরা এলাকায় এক ব্যক্তি তার বাড়ির পাশে ড্রেজার দিয়ে মাটি কাটছিলেন। এসময় ওই দুই সাংবাদিক গিয়ে তার কাছে চাঁদা দাবি করেন। এসময় স্থানীয় জনতা ও ড্রেজার মালিক তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

ওসি আরো বলেন, এ ঘটনায় ড্রেজার মালিক লিটন বাদী হয়ে চাঁদাবাজির মামলা করেছেন। মামলার পর রবিবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।