- চাঁদাবাজির অভিযোগে নোয়াখালীর সেনবাগ উপজেলার যুবদল সদস্য সচিবকে প্রাথমিক পদসহ দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
রোববার (৫ জানুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত যুবদল নেতার নাম সাহেব উদ্দিন রাসেল। তিনি সেনবাগ উপজেলা যুবদলের স্থগিত কমিটির সদস্য সচিব। এছাড়াও তিনি সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
বহিষ্কারের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁদাবাজিতে জড়িত থাকার সুস্পষ্ট অডিও ক্লিপের ভিত্তিতে নোয়াখালীর সেনবাগ উপজেলা যুবদলের স্থগিত কমিটির সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এ বহিষ্কার কার্যকর করা হয়েছে।