০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জামায়াতসহ ৩ টি রাজনৈতিক দলের নেতা ছাড়াই এবি পার্টির কাউন্সিল

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময়: ০৯:০১:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ১৫২৭ Time View
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির কাউন্সিলে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাঁদের অনেকে বক্তব্য দেন। শুধু ছিলেন না জামায়াত ইসলামীসহ ৩ রাজনৈতিক দলের নেতারা। ইসলামী আন্দোলন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম স্ব শরীরে উপস্থিত না থাকলেও তার লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন।

শনিবার ১১ জানুয়ারি দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রথম জাতীয় কাউন্সিলে অংশ নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।  জামায়াতে ইসলামী, সিপিবি ও বাসদের কোনো নেতাকে এবি পার্টির এই কাউন্সিলে দেখা যায়নি। তবে এসব দলের নেতাদের দাওয়াত দেয়া হয়েছিল কি না তা জানা যায়নি।

এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমন্ত্রিত অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না,খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের,গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি,বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান,ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এবি পার্টির কাউন্সিলে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, এবি পার্টির নেতা আবদুল ওহাব মিনার প্রমুখ।

বেলুন উড়িয়ে এবি পার্টির এই আয়োজনের উদ্বোধন করেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ কয়েকজনের পরিবারের সদস্যরা। শুরুতে পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। ছিল সাংস্কৃতিক পরিবেশনাও।

এ ছাড়া জুলাই অভ্যুত্থানে শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার, আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সিফায়েত হোসেন, শহীদ তামিমির বাবা মান্নান হোসেইন, শহীদ মো. ফজলুর স্ত্রী সুরাইয়া, শহীদ জিসানের মা জেসমিন আক্তার, শহীদ বোরহানের ভাই আমানত উল্লাহ বাবুল, আহত মো. মেহেদী হাসান শুভসহ কয়েকজন এতে বক্তব্য দেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

জামায়াতসহ ৩ টি রাজনৈতিক দলের নেতা ছাড়াই এবি পার্টির কাউন্সিল

আপডেট সময়: ০৯:০১:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির কাউন্সিলে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাঁদের অনেকে বক্তব্য দেন। শুধু ছিলেন না জামায়াত ইসলামীসহ ৩ রাজনৈতিক দলের নেতারা। ইসলামী আন্দোলন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম স্ব শরীরে উপস্থিত না থাকলেও তার লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন।

শনিবার ১১ জানুয়ারি দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রথম জাতীয় কাউন্সিলে অংশ নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।  জামায়াতে ইসলামী, সিপিবি ও বাসদের কোনো নেতাকে এবি পার্টির এই কাউন্সিলে দেখা যায়নি। তবে এসব দলের নেতাদের দাওয়াত দেয়া হয়েছিল কি না তা জানা যায়নি।

এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমন্ত্রিত অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না,খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের,গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি,বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান,ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এবি পার্টির কাউন্সিলে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, এবি পার্টির নেতা আবদুল ওহাব মিনার প্রমুখ।

বেলুন উড়িয়ে এবি পার্টির এই আয়োজনের উদ্বোধন করেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ কয়েকজনের পরিবারের সদস্যরা। শুরুতে পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। ছিল সাংস্কৃতিক পরিবেশনাও।

এ ছাড়া জুলাই অভ্যুত্থানে শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার, আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সিফায়েত হোসেন, শহীদ তামিমির বাবা মান্নান হোসেইন, শহীদ মো. ফজলুর স্ত্রী সুরাইয়া, শহীদ জিসানের মা জেসমিন আক্তার, শহীদ বোরহানের ভাই আমানত উল্লাহ বাবুল, আহত মো. মেহেদী হাসান শুভসহ কয়েকজন এতে বক্তব্য দেন।