০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয় সমমনা জোটের সাথে বৈঠক শেষে প্রেস ব্রিফিং

জামায়াতের সাথে দূরত্ব নেই: নজরুল ইসলাম খান

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময়: ০৪:৪৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ১৫২১ Time View

জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির এমন কোনো দূরত্ব নেই বলে জানিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে জামায়াতের কর্মকাণ্ড ও কিছু বক্তব্যে বিএনপি মনঃক্ষুণ্ন, সে বিষয়টি জানিয়েছেন তিনি।

শুক্রবার ১০ জানুয়ারি দুপুরে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমানও অংশ নেন। ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে সমমনা জোটের আরও কয়েক নেতা এই বৈঠকে অংশ নেন।

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্বের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নজরুল ইসলাম খান বলেন, ‘এমন কোনো দূরত্বের কিছু নাই। তারাও (জামায়াত) গণতন্ত্র চায়, নির্বাচন চায়। তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে যে তারাই শুধু দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। কথাটা ঠিক না। আমরা সবাই দেশপ্রেমিক।

তিনি আরও বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ করেছি। তারপরেও যদি বলা হয় যে আপনি যদি বলেন যে, আপনি শুধু দেশপ্রেমিক আর আপনার আরেক বন্ধু দেশপ্রেমিক, তাহলে আমাকে বাদ দিলেন না আপনি? এটা তো কষ্ট লাগার কথা। আশা করব যে এ রকম কথা আর কেউ না বলুক।’

নজরুল ইসলাম খান বলেন, ‘জামায়াতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম না। আমাদের আর জামায়াতের কর্মসূচিও একরকম ছিল না। কিন্তু তারা আন্দোলনে ছিলেন। আমরা আশা করব যে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সবাই থাকব, তারাও থাকবে।’

অন্তর্বর্তী সরকার আগে স্থানীয় নির্বাচন করতে চাচ্ছে, এ বিষয়ে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, প্রধান উপদেষ্টা তো এ রকম কিছু বলেননি। তিনি পাশাপাশি (জাতীয় ও স্থানীয়) নির্বাচন করার কথা বলেছেন।


আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

জাতীয় সমমনা জোটের সাথে বৈঠক শেষে প্রেস ব্রিফিং

জামায়াতের সাথে দূরত্ব নেই: নজরুল ইসলাম খান

আপডেট সময়: ০৪:৪৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির এমন কোনো দূরত্ব নেই বলে জানিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে জামায়াতের কর্মকাণ্ড ও কিছু বক্তব্যে বিএনপি মনঃক্ষুণ্ন, সে বিষয়টি জানিয়েছেন তিনি।

শুক্রবার ১০ জানুয়ারি দুপুরে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমানও অংশ নেন। ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে সমমনা জোটের আরও কয়েক নেতা এই বৈঠকে অংশ নেন।

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্বের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নজরুল ইসলাম খান বলেন, ‘এমন কোনো দূরত্বের কিছু নাই। তারাও (জামায়াত) গণতন্ত্র চায়, নির্বাচন চায়। তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে যে তারাই শুধু দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। কথাটা ঠিক না। আমরা সবাই দেশপ্রেমিক।

তিনি আরও বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ করেছি। তারপরেও যদি বলা হয় যে আপনি যদি বলেন যে, আপনি শুধু দেশপ্রেমিক আর আপনার আরেক বন্ধু দেশপ্রেমিক, তাহলে আমাকে বাদ দিলেন না আপনি? এটা তো কষ্ট লাগার কথা। আশা করব যে এ রকম কথা আর কেউ না বলুক।’

নজরুল ইসলাম খান বলেন, ‘জামায়াতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম না। আমাদের আর জামায়াতের কর্মসূচিও একরকম ছিল না। কিন্তু তারা আন্দোলনে ছিলেন। আমরা আশা করব যে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সবাই থাকব, তারাও থাকবে।’

অন্তর্বর্তী সরকার আগে স্থানীয় নির্বাচন করতে চাচ্ছে, এ বিষয়ে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, প্রধান উপদেষ্টা তো এ রকম কিছু বলেননি। তিনি পাশাপাশি (জাতীয় ও স্থানীয়) নির্বাচন করার কথা বলেছেন।