বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে ছাত্র আন্দোলনের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১০ জানুয়ারি রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে শিক্ষাশিবিরে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো: নূরুল ইসলাম বুলবুল এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এর সঞ্চালনায় শিক্ষাশিবিরে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসানাত মোঃ আবদুল হালিম।
এছাড়াও শিক্ষাশিবিরে মহানগরীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।