০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ে শেষ হলো তিন দিনের তারুণ্যের উৎসব

 

তারুণ্যের অদম্য শক্তি এবং দেশ গড়ার মানসিকতার সঠিক ব্যবহারের মাধ্যমে দুর্নীতি ও বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায়
দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয় মাঠ চত্বরে শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি শামীমা আক্তার লাইজু।

প্রধান অতিথির বক্তব্যে সভাপতি শামীমা আক্তার লাইজু বলেন, তারুণ্য একটি অনুভূতি এবং প্রেরণা যা সাহসিকতা, অদম্য শক্তি এবং চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা দেয়। এই তারুণ্যই দেশের উন্নয়নের প্রধান শক্তি।

এ উৎসবের মূল উদ্দেশ্য তরুণ উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করা। তরুণদের চাকরির পিছনে না ছুটে নিজের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখানোই আমাদের লক্ষ্য। তারুণ্যের এই আয়োজন আমাদের মেধা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দিয়েছে। এমন আয়োজন আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এবং উদ্যমী হতে অনুপ্রাণিত করে।

তিনি আরো বলেন, এ মেলায় অংশগ্রহণ করে আমরা জানতে পারছি, কীভাবে আমাদের সৃজনশীলতাকে পেশায় রূপান্তরিত করা যায়। এমন উৎসব নিয়মিত আয়োজন করা হলে আমরা তরুণ প্রজন্ম নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার অনুপ্রেরণা পাব।

এসময় অন্যান্যাদের মাঝে দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তুষার কুমার গাইন সহ দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে গত রবিবার (১২ জানুয়ারি) দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয় কলেজ মাঠ চত্বরে আয়োজন করা হয় তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’। মাঠ চত্বরে ৫টি স্টল স্থাপন করা হয়। মেলায় প্রদর্শনী হিসেবে ছিল ঐতিহ্যবাহী সুন্দরবনের ঐতিহ্য প্রদর্শনী, বিজ্ঞানের উদ্ভাবনী, মৃৎ শিল্প, কৃষি বিপণন ও ফুল এবং পিঠা পুলি।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ে শেষ হলো তিন দিনের তারুণ্যের উৎসব

আপডেট সময়: ০৪:০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

 

তারুণ্যের অদম্য শক্তি এবং দেশ গড়ার মানসিকতার সঠিক ব্যবহারের মাধ্যমে দুর্নীতি ও বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায়
দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয় মাঠ চত্বরে শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি শামীমা আক্তার লাইজু।

প্রধান অতিথির বক্তব্যে সভাপতি শামীমা আক্তার লাইজু বলেন, তারুণ্য একটি অনুভূতি এবং প্রেরণা যা সাহসিকতা, অদম্য শক্তি এবং চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা দেয়। এই তারুণ্যই দেশের উন্নয়নের প্রধান শক্তি।

এ উৎসবের মূল উদ্দেশ্য তরুণ উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করা। তরুণদের চাকরির পিছনে না ছুটে নিজের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখানোই আমাদের লক্ষ্য। তারুণ্যের এই আয়োজন আমাদের মেধা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দিয়েছে। এমন আয়োজন আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এবং উদ্যমী হতে অনুপ্রাণিত করে।

তিনি আরো বলেন, এ মেলায় অংশগ্রহণ করে আমরা জানতে পারছি, কীভাবে আমাদের সৃজনশীলতাকে পেশায় রূপান্তরিত করা যায়। এমন উৎসব নিয়মিত আয়োজন করা হলে আমরা তরুণ প্রজন্ম নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার অনুপ্রেরণা পাব।

এসময় অন্যান্যাদের মাঝে দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তুষার কুমার গাইন সহ দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে গত রবিবার (১২ জানুয়ারি) দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয় কলেজ মাঠ চত্বরে আয়োজন করা হয় তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’। মাঠ চত্বরে ৫টি স্টল স্থাপন করা হয়। মেলায় প্রদর্শনী হিসেবে ছিল ঐতিহ্যবাহী সুন্দরবনের ঐতিহ্য প্রদর্শনী, বিজ্ঞানের উদ্ভাবনী, মৃৎ শিল্প, কৃষি বিপণন ও ফুল এবং পিঠা পুলি।