বাংলাদেশে পাঁচ জনের শরীরে চীনে সংক্রমিত নতুন ভাইরাস এইচএমপি আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন নারীও রয়েছে। তিনি রাজধানীর একটি সরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
রবিবার (১২ জানুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোন কারণ নেই। সচেতনতায় এর মূল চিকিৎসা।
এই ভাইরাসে সংক্রমিত হওয়ার ৫-৬ দিন পর এর লক্ষণ প্রকাশ পায়। মূলত এই ভাইরাসে সংক্রমিত রোগীর লক্ষণ হিসেবে জ্বর ও কাশি। সব বয়সের মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। যেহেতু এটি ছোঁয়াচে রোগ তাই হাঁচি,কাশি রোগীদের থেকে দূরে থাকতে বলা হয়েছে। হাত মেলানো এভোয়েড করে বার বার সাবান দিয়ে হাত ধুয়ে ফেলার কথা বলেছেন বিশেষজ্ঞরা।
যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের কিছুটা ঝুঁকি রয়েছে বলে জানান।