পাবনা জেলা জিয়া সাংস্কৃতিক সংসদ (জাসাস) এর উদ্যোগে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রাজনৈতিক ছদ্মবেশে দস্যুবৃত্তি প্রতিরোধে সামাজিক সচেতনতা গঠনে সংলাপ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৬ জানুয়ারি) জিয়া সাংস্কৃতিক সংসদ জাসাস পাবনা জেলা শাখার উদ্যোগে পাবনার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক কাইউম উল হাসান। পাবনা জেলা জাসাস এর আহ্বায়ক সাংবাদিক জনাব খালেদ হোসেন পরাগ।