ঢাকা মেডিকেল প্রতিনিধি:
শুক্রবার ১০ জানুয়ারি বিকেলে গণ অধিকার পরিষদের (জিওপি) অন্যতম মুখপাত্র সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম,গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।
এর আগে জাতীয় শহীদ মিনারে সমাবেশে বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার পর ফারুক হাসান এর উপর হামলা করে দূর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে ছাত্রদল হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। পরে ফারুক হাসান জবানবন্দি দেন এই হামলা ছাত্রদল করেনি।