বরিশাল মহানগরীর করিম কুটি এলাকায় মো. রাজিব (৪০) নামের আওয়ামী লীগের এক সাবেক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর তাঁকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার(০৯ জানুয়ারি ) রাত পৌনে ১১টায় দুজন ব্যক্তি তাঁকে কুপিয়ে আহত করে।
মো. রাজিব বরিশাল মহানগরের ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল আওয়ামী লীগের সাবেক সাংসদ কর্নেল জাহিদ ফারুকের অনুসারী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পারিবারিক কাজে করিম কুটির এলাকায় যান রাজিব। রাত পৌনে ১১টায় ফেরার পথে দুজন ব্যক্তি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তার ওপর ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শের-এ-বাংলা মেডিকেল কলেজ নিয়ে এসে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় রাতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।