০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জামায়াত

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময়: ০৮:১১:২০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ১৫২৮ Time View

বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার ১২ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার  গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন,

“নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অব্যাহতভাবে বেড়েই চলছে। জনগণের জন্য অপরিহার্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকার কার্যকর উদ্যোগ নিতে পারেনি। বিদ্যমান পরিস্থিতিতে মানুষের সংসার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। তদুপরি শতাধিক পণ্যের উপর আরোপিত ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে জনগণের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরী হয়েছে। আরোপিত শুল্কের কারণে মানুষের দৈনন্দিন জীবনযাপনের খরচ আরও একদফা বৃদ্ধি পাবে। কর বাড়ানোর ক্ষেত্রে সরকারের বিবেচনায় নেওয়া উচিত ছিলো যে, সাধারণ মানুষের জীবনযাত্রার উপর যাতে নেতিবাচক প্রভাব না পড়ে। কিন্তু সরকার বিষয়টির উপর নজর রাখেনি বলে প্রতীয়মান হয়েছে। আমরা সাধারণ মানুষের জীবনযাত্রার উপর বর্ধিত বাড়তি চাপ তৈরী না হয় সেজন্য অবিলম্বে শতাধিক পণ্যের উপর আরোপিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জামায়াত

আপডেট সময়: ০৮:১১:২০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার ১২ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার  গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন,

“নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অব্যাহতভাবে বেড়েই চলছে। জনগণের জন্য অপরিহার্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকার কার্যকর উদ্যোগ নিতে পারেনি। বিদ্যমান পরিস্থিতিতে মানুষের সংসার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। তদুপরি শতাধিক পণ্যের উপর আরোপিত ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে জনগণের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরী হয়েছে। আরোপিত শুল্কের কারণে মানুষের দৈনন্দিন জীবনযাপনের খরচ আরও একদফা বৃদ্ধি পাবে। কর বাড়ানোর ক্ষেত্রে সরকারের বিবেচনায় নেওয়া উচিত ছিলো যে, সাধারণ মানুষের জীবনযাত্রার উপর যাতে নেতিবাচক প্রভাব না পড়ে। কিন্তু সরকার বিষয়টির উপর নজর রাখেনি বলে প্রতীয়মান হয়েছে। আমরা সাধারণ মানুষের জীবনযাত্রার উপর বর্ধিত বাড়তি চাপ তৈরী না হয় সেজন্য অবিলম্বে শতাধিক পণ্যের উপর আরোপিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।”