রামপাল প্রেস ক্লাবের আয়োজনে গোনাই ব্রিজের উত্তর পাশের বালুর মাঠে যাত্রাপালা,জুয়া,সহ বিভিন্ন ধরনের অনৈতিক, অসামাজিক কার্যক্রম বন্ধ করার লক্ষে জাতীয় ইমাম সমিতি ও তৌহিদী জনতার পক্ষ থেকে আগামী কাল ৮/০১/২০২৫ আসর বাদ ফয়লাহাট চৌরাস্তার মোড়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে রামপালের সকল তৌহিদী জনতার উপস্থিতি একান্ত কামনা করেছে স্থানীয় আলেম সমাজ। এর আগে বাংলাদেশ ইমাম সমিতি রামপাল এর পক্ষ থেলে জেলা প্রশাসক বরাবর একটি চিঠি প্রেরণ করা হয় যাতে রামপাল গোনাব্রীজ সংলগ্ন বালুর মাঠে মাসব্যাপী আনন্দ মেলার নামে যাত্রাপালা, লটারি, সার্কাস, র্যাফেল ড্র ইত্যাদি অসামাজিক কর্মকান্ড বন্ধের জন্য প্রয়োজনীয় আইনি ব্যাবস্থা নিতে আহবান করা হয়।