বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর ২ দিন (৬-৭ জানুয়ারি) ব্যাপী উপর পরিচালক সম্মেলন এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ চৌধুরী সজিব।
সোমবার ০৬ জানুয়ারি সকালে রাজধানীর পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি এর সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২ দিন ব্যাপী উপর পরিচালক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ চৌধুরী সজিব। বিআরডিবি মহা পরিচালক আব্দুল গাফফার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সচিব মোখলেছুর রহমান।
এছাড়া বিআরডিবি বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সম্মেলনে সারাদেশের উপর পরিচালকগণ অংশগ্রহণ করে।