বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল করেছে বগুড়া জেলা বিএনপি।
বুধবার (০৮ জানুয়ারি) বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মঙ্গলবার ০৭ জানুয়ারি রাত ১১.৪৭ মিনিটে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যাওয়ার জন্য বাংলাদেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ বাংলাদেশ সময় বিকাল ৩ টার কিছু পরে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। এসময় তাকে অভ্যর্থনা জানান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। পরে সেখান থেকে চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে পৌছান।