মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে বিএনপি।
বুধবার (০৮জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল হাইস্কুল মাঠে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়ার উদ্যোগে দোয়া মোনাজাত শেষে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জল, শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম প্রমুখ।