বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার ২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে।
বুধবার ০৮ জানুয়ারি বিকেলে মৌলভীবাজার শহর কার্যালয়ে অনুষ্ঠিত সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সভাপতি হিসেবে তারেক আজিজকে নির্বাচিত ঘোষণা করা হয়। এরপর নব নির্বাচিত সভাপতি সদস্যদের সাথে পরামর্শ করে সেক্রেটারি হিসেবে কাজী রাইয়ান আহমদকে মনোনীত করেন।