যশোরে বিএনপির অফিস পোড়ানোর মামলায় আদালতে হাজিরা শেষে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগ ও শেখ হাসিনার নামে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সিনিয়র চিফ জুডিশিয়াল আদালত চত্বর থেকে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবুর নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী ঝটিকা মিছিল করেন। পরে এটি শহরের দঁড়াটানায় গিয়ে ছত্রভঙ্গ হয় যায়।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম যশোরে এমন মিছিল হলো। তবে মিছিলের কথা জানেন না বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক।
জানা গেছে, এদিন জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে আসেন ২৫ নেতাকর্মীর।