যশোরে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে যেয়ে অসংখ্যা মানুষের মোবাইল ফোন, স্বর্ণলংকার খোয়া গেছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে যশোর আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে যশোর কোতোয়ালী মডেল থানায় ভুক্তভোগীরা জিডি করতে রীতিমতো লাইন ধরেছেন।
শনিবার (৪ জানুয়ারি) বেলা তিনটা পর্যন্ত মাহফিলে মোবাইল ও স্বর্ণলংকার খোয়া যাওয়ার ঘটনায় ৩শ’ জিডি হয়েছে। প্রতিনিয়ত যেভাবে জিডি করতে ভুক্তভোগীরা থানায় আসছেন তাতে এ সংখ্যা কয়েকগুণ বাড়বে বলে জানিয়েছে পুলিশ।
যশোর কোতোয়ালি থানার ওসি বলেন আজহারীর মাহফিল যশোরের সর্ববৃহৎ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এখানে ১০-১২ লাখ মানুষের সমাগম ঘটে। ফলে কিছু সুযোগ সন্ধানী মানুষ ধর্ম প্রাণ মানুষের মোবাইল ও স্বর্ণালংকার নিয়েছে বলে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।