রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের রংপুর বিভাগীয় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ জানুয়ারি রংপুর বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পল্লী বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম,শাহ মাওলানা নেসারুল হক ।
জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও বিভাগীয় কর্মী সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা এনামুল হক মাজেদীর সভাপতিত্বে ও ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও বিভাগীয় কর্মী সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা জামাল উদ্দিন ফয়েজীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। বিশেষ বক্তা ছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এ্যাড. কাজী মাওলানা আবুল হোসেন।
এছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন রংপুর বিভাগীয় বিএনপি’র সকল জেলা ও মহানগরের আহবায়ক এবং সদস্য সচিববৃন্দ।