বাগেরহাট জেলার রামপাল উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় রামপাল উপজেলা সদর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ এ সব লিফলেট বিতরণ করেন।
নেতৃবৃন্দ উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে জুলাই বিপ্লবের রূপরেখা তুলে ধরেন। জুলাই বিপ্লব পরবর্তীতে করণীয় বিষয় সম্বলিত লিফলেটে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত এই অভূতপূর্ব অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষে শুরু থেকেই তারা প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন অর্থাৎ জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবী করে আসছেন। এই ঘোষণাপত্রই হবে বর্তমান অন্তর্বতী সরকারের বৈধতার উৎস এবং পরবর্তী সংবিধানের ভিত্তি। তারা অনতিবিলম্বে এ ঘোষণাপত্র জারির দৃশ্যমান উদ্যোগ দেখতে চান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অধিকার, ইনসাফ ও মর্যাদাভিত্তিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ৫ টি রূপরেখা বেঁধে দিয়েছেন।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মাজিদুর রহমান জুয়েল, বাগেরহাট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মো. সোলাইমান শেখ, ঢাকা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ফাত্তাইন নাইম, বাগেরহাট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক ফকির তারেক, সংগঠক সাব্বির রহমান, সংগঠক শারমিন আক্তার শোভা, সহকারী মুখপাত্র তায়েব নূর, রামপাল উপজেলা শাখার মিম বিল্লাহ, সিরাজুল ইসলাম, আরাফাত হোসেন সবুজ, তালিম হাসান প্রমুখ।