বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এতথ্য জানিয়েছেন।
তিনি বলেন, লন্ডনে নেমেই সরাসরি হাসপাতালে যাবে বেগম জিয়া। চিকিৎসকদের পরামর্শে তাকে বিদেশে নেওয়া হচ্ছে। বড় ছেলে তারেক রহমানের সঙ্গে লন্ডনে কিছুদিন থাকার পর যাবেন যুক্তরাষ্ট্রে বেগম জিয়া।
এর আগে গতকাল রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের সাথে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।