০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শিবির নয়, চাঁদাবাজি করতে গিয়ে আটক ব্যক্তি ছাত্রদল নেতা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ ও অ্যাকাউন্টে সম্প্রতি ‘ডিবি পরিচয়ে চাঁদাবাজী করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্রশিবির নেতা আটক’ শীর্ষক শিরোনামে একটি তথ্য প্রচার করা হয়।

ডেইলি টাইমস 24 ডটকম পেজ থেকে শিরোনামটি ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানী টিম জানিয়েছে, চাঁদাবাজির অভিযোগে আটক ব্যক্তি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কোনো নেতা নন বরং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল মহানগর সহ-সভাপতি রাসেল আকন।

তাদের অনুসন্ধানী টিম দেশের মূলধারার গণমাধ্যম বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে গত ২৩ ডিসেম্বর (২০২৪) ‘ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়লেন এসআই ও ছাত্রদল নেতা’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায়।

ভাইরাল পোস্টটি

প্রতিবেদনটি থেকে জানা যায়, বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় জুয়ার আসর থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও আরেক ছাত্রদল নেতা জনতার হাতে ধরা পড়েন। পরে তাদের মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।

পরবর্তীতে দেশের মূলধারার বিভিন্ন গনমাধ্যমে এ বিষয়ে প্রকাশিত সংবাদে আটক ব্যাক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়। আটক ব্যাক্তিরা হলেন- বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি রাসেল আকন এবং বরিশালের কাজিরহাট থানার এসআই রেদোয়ান।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

শিবির নয়, চাঁদাবাজি করতে গিয়ে আটক ব্যক্তি ছাত্রদল নেতা

আপডেট সময়: ০৮:০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ ও অ্যাকাউন্টে সম্প্রতি ‘ডিবি পরিচয়ে চাঁদাবাজী করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্রশিবির নেতা আটক’ শীর্ষক শিরোনামে একটি তথ্য প্রচার করা হয়।

ডেইলি টাইমস 24 ডটকম পেজ থেকে শিরোনামটি ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানী টিম জানিয়েছে, চাঁদাবাজির অভিযোগে আটক ব্যক্তি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কোনো নেতা নন বরং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল মহানগর সহ-সভাপতি রাসেল আকন।

তাদের অনুসন্ধানী টিম দেশের মূলধারার গণমাধ্যম বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে গত ২৩ ডিসেম্বর (২০২৪) ‘ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়লেন এসআই ও ছাত্রদল নেতা’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায়।

ভাইরাল পোস্টটি

প্রতিবেদনটি থেকে জানা যায়, বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় জুয়ার আসর থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও আরেক ছাত্রদল নেতা জনতার হাতে ধরা পড়েন। পরে তাদের মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।

পরবর্তীতে দেশের মূলধারার বিভিন্ন গনমাধ্যমে এ বিষয়ে প্রকাশিত সংবাদে আটক ব্যাক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়। আটক ব্যাক্তিরা হলেন- বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি রাসেল আকন এবং বরিশালের কাজিরহাট থানার এসআই রেদোয়ান।