প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি না, তা সময় বলে দেবে। সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় সিলেট সার্কিট হাউসের সম্মেলনকক্ষে ভোটার হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার সব নির্বাচন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের এ কথা বলেন।
একদিনেই সারাদেশে স্থানীয় নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন কিছু কিছু রাজনৈতিক দল একদিনেই সারাদেশে স্থানীয় নির্বাচনের কথা বলেছেন কিন্তু এটা কোনভাবেই সম্ভব নয়।