রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টি) এর ১ম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে চেয়ারম্যান নির্বাচনের জন্য সারা দেশের কাউন্সিলররা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট প্রদান করে। আজ কাউন্সিল এর দ্বিতীয় অধিবেশনে ফলাফল ঘোষণা করবে এবি পার্টির প্রধান নির্বাচন কমিশনার। চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,‘ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি। নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি। এটা যাতে নষ্ট না হয়ে যায়, সেই চেষ্টা করতে হবে।’