১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের ৪ মামলার হাইকোর্টের দেয়া বাতিলের রায় আপিল বিভাগেও বহাল

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময়: ০৭:৪০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ১৫৯১ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির চারটি মামলা খারিজ করে হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগেও বহাল।

রোববার ০৫ জানুয়ারি শুনানি শেষে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর আগে মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ।

সতের বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির চারটি মামলা হাইকোর্টের একটি বেঞ্চ গত ২৩ শে অক্টোবর খারিজ করে দেয়। ২০০৪ সালের চাঁদাবাজির ঘটনা দেখিয়ে ২০০৭ সালে ওই মামলাগুলো করেছিল তৎকালীন ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকার।

তারেক রহমানের আইনজীবী এডভোকেট জয়নুল আবেদীন সাংবাদিকদের জানান, “রাজনৈতিক উদ্দেশ্যে হেয় করার জন্য তার বিরুদ্ধে তৎকালীন ওয়ান ইলেভেনের সরকার ও তার ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার মিথ্যা, বানোয়াট মামলা দায়ের করেছে।

এ রায়ের মাধ্যমে প্রমাণিত হলো এগুলোর আইনগত কোন ভিত্তি ছিল না।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

তারেক রহমানের ৪ মামলার হাইকোর্টের দেয়া বাতিলের রায় আপিল বিভাগেও বহাল

আপডেট সময়: ০৭:৪০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির চারটি মামলা খারিজ করে হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগেও বহাল।

রোববার ০৫ জানুয়ারি শুনানি শেষে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর আগে মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ।

সতের বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির চারটি মামলা হাইকোর্টের একটি বেঞ্চ গত ২৩ শে অক্টোবর খারিজ করে দেয়। ২০০৪ সালের চাঁদাবাজির ঘটনা দেখিয়ে ২০০৭ সালে ওই মামলাগুলো করেছিল তৎকালীন ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকার।

তারেক রহমানের আইনজীবী এডভোকেট জয়নুল আবেদীন সাংবাদিকদের জানান, “রাজনৈতিক উদ্দেশ্যে হেয় করার জন্য তার বিরুদ্ধে তৎকালীন ওয়ান ইলেভেনের সরকার ও তার ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার মিথ্যা, বানোয়াট মামলা দায়ের করেছে।

এ রায়ের মাধ্যমে প্রমাণিত হলো এগুলোর আইনগত কোন ভিত্তি ছিল না।”