বরিশালের গৌরনদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার ১১ জানুয়ারি গৌরনদী বাস স্ট্যান্ড অডিটোরিয়ামে অনুষ্ঠিত ছাত্র সমাবেশের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
গৌরনদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক এহতেশাম পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর উপাচার্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির।
এছাড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।