খুলনা মহানগর শিবিরের ২০২৫ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছে। এতে আরাফাত হোসেন মিলন সভাপতি নির্বাচিত ও রাকিব হাসান সেক্রেটারি মনোনীত হয়েছেন।
শনিবার ৪ জানুয়ারি বিকেলে মহানগর শিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন এর সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ নুরুল্লাহ এর পরিচালনায় সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
সেক্রেটারি জেনারেল ২০২৫ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে মহানগরীর সদস্যদের প্রত্যক্ষ ভোট গ্রহণ শেষে গননা করে আরাফাত হোসেন মিলন এর নাম ঘোষণা করেন এবং নির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান। এর পর নব নির্বাচিত সভাপতি মহানগরী পরামর্শ সভার সদস্যদের সাথে পরামর্শ করে সেক্রেটারি হিসেবে রাকিব হাসান এর নাম মনোনীত করেন।
প্রধান অতিথি সদস্যদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরে নির্বাচিত নব নির্বাচিত সভাপতি আরাফাত হোসেন মিলন দোয়া মোনাজাত পরিচালনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি ও শিবিরের খুলনা মহানগরীর সাবেক সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ জাহাঙ্গীর আলম,সহকারী সেক্রেটারি ও শিবিরের খুলনা মহানগর সাবেক সভাপতি আজিজুল ইসলাম ফারাজী,মিম মিরাজ,মুশাররফ আনসারী, জাহিদুর রহমান নাঈম, আব্দুল আউয়াল, সাতক্ষীরা জেলা শিবিরের সাবেক সভাপতি মাওলানা রুহুল আমিনসহ মহানগরী জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।