বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে অব্যাহত অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাবি ছাত্রদল।
বিকেলে গন অধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসান এর উপর হামলার ঘটনায় ছাত্রদল হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঢাবি ছাত্রদল। বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন একটি মহল পরিকল্পিত ভাবে ছাত্র দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদের কঠোর হস্তে দমন করা হবে।