জাতীয় শহীদ মিনারের সামনে হামলায় আহত গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানকে দেখতে ঢামেকে যান ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নেতৃবৃন্দ।
শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এসএম ফরহাদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এসময় শিবির সভাপতি হাসান মামুনের চিকিৎসার খোঁজখবর নেন এবং হাসান মামুনের উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শিবির সভাপতি হামলাকারীরা এখনো গ্রেপ্তার না হওয়ায় বিষ্ময় প্রকাশ করেন।