রামপালের বিভিন্ন স্থানে মিনি ট্রাক, ইজি বাইকে করে লটারি বিক্রি করতে দেখা যাচ্ছে।
লটারিতে বিভিন্ন ধরনের লোভনীয় অফার প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে একটি মহল।
জিজ্ঞেস করে জানা যায় খুলনা ক্যান্টনমেন্টের পাশের একটি মাঠে মেলা উপলক্ষে একটি চক্র দৈনিক সাদিকা র্যাফেল ড্র নামের এই লটারির আয়োজন করেছে। তাদের একটি গ্রুপ রামপাল এলাকায় লটারি বিক্রির উদ্দেশ্যে আসে। হিসাব করে দেখা যায় তাদের দৈনিক লটারি বিক্রি হয় ২০ লক্ষ টাকার বেশি। কিন্তু তারা র্যাফেল ড্র এর মাধ্যমে পুরস্কার বিতরন করে ৫ থেকে ৬ লক্ষ টাকা মানের। এভাবেই তারা মোটা অংকের টাকা হাতিয়ে নিলেও প্রশাসনকে এ ব্যাপারে নিশ্চুপ ভূমিকায় দেখা গেছে।