২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মহানগর উত্তর এবং মহানগর দক্ষিণ শাখার সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে।
০৫ জানুয়ারি বিকাল ৩.০০ টায় চট্টগ্রাম নগরীর চন্দনপুরা সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মহানগর উত্তর ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
২০২৫ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্তদের সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিদের শপথবাক্য পাঠ করান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক যথাক্রমে
শাখা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সভাপতি : মোঃ ইব্রাহিম
সেক্রেটারি : মোঃ আলী
শাখা : চট্টগ্রাম মহানগর উত্তর
সভাপতি : তানজির হোসেন জুয়েল
সেক্রেটারি : মুমিনুল হক
সাংগঠনিক সম্পাদক : খুররম মুরাদ
শাখা : চট্টগ্রাম মহানগর দক্ষিণ
সভাপতি : ইব্রাহিম হোসেন রনি
সেক্রেটারি : মাইমুনুল ইসলাম মামুন
সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতিবৃন্দ শাখা সেক্রেটারিদের মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন। পরিশেষে, দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।