বাগেরহাট জেলার রামপাল উপজেলার ফয়লাহাট এলাকা থেকে নিখোঁজের কয়েকদিন পর শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (০৬ জানুয়ারি) রামপাল উপজেলার দাউদখালি নদীতে জেলেদের জালে একটি শিশুর মৃতদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নদী থেকে লাশ উত্তোলন করে।
এর আগে শনিবার শিশুটি নিখোজ হয়। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও শিশুটিকে পাওয়া যায়নি। উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং ও করা হয়।
সোমবার রামপালের দাউদখালি নদীর আমতলা সগুনা ঘাটে জালে একটি শিশুর মরদেহ পাওয়া যায়। মরদেহ দেখে নিশ্চিত হয়েছে হারিয়ে যাওয়া শিশুর পরিবার।
এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।