১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
খুলনায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে

নাগরিক কমিটির সদস্যদের উপর হামলা

খুলনায় কম্বল নাগরিক কমিটির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসী হামলায় নাগরিক কমিটির ৪ জন আহত হয়েছে।

সোমবার ০৬ জানুয়ারি দুপুর ১২টায় নগরীর ৫ নম্বর মাছঘাট এলাকায় এই হামলা হয়।

আহতরা খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার ঘটনায় নগরিক কমিটির খুলনা সদর প্রতিনিধি হাফসা খাতুন সদর থানায় অভিযোগ করেছেন।

অভিযোগে হাফসা খাতুন জানান, নগরীর ২১ নম্বর ওয়ার্ডে নগারিক কমিটির নেতা–কর্মীদের একটি পক্ষ বিভিন্ন সময়ে  হুমকি দিয়ে আসছিল। আজ কম্বল বিতরণ করার কথা ছিল। এ কারণে নেতা–কর্মীরা ৫ নম্বর ঘাট এলাকায় হাফসা খাতুনের বাসায় নেতা কর্মীরা উপস্থিত হয়। তখন এলাকার চিহ্নিত কয়েকজন তাদের ওপর হামলা চালায়। হামলায় ছয়জন আহত হয়।
আহত আসমা বেগম, শারমিন আক্তার, সুমাইয়া ফাতেমা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

অপরদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আসমা বেগম জানান, এলাকার কয়েকজন হামলা করে। হামলাকারীরা তাঁর মোবাইলফোন ছিনিয়ে নিয়েছে।

এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল গিয়াস বলেন, হামলার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

খুলনায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে

নাগরিক কমিটির সদস্যদের উপর হামলা

আপডেট সময়: ০৯:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

খুলনায় কম্বল নাগরিক কমিটির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসী হামলায় নাগরিক কমিটির ৪ জন আহত হয়েছে।

সোমবার ০৬ জানুয়ারি দুপুর ১২টায় নগরীর ৫ নম্বর মাছঘাট এলাকায় এই হামলা হয়।

আহতরা খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার ঘটনায় নগরিক কমিটির খুলনা সদর প্রতিনিধি হাফসা খাতুন সদর থানায় অভিযোগ করেছেন।

অভিযোগে হাফসা খাতুন জানান, নগরীর ২১ নম্বর ওয়ার্ডে নগারিক কমিটির নেতা–কর্মীদের একটি পক্ষ বিভিন্ন সময়ে  হুমকি দিয়ে আসছিল। আজ কম্বল বিতরণ করার কথা ছিল। এ কারণে নেতা–কর্মীরা ৫ নম্বর ঘাট এলাকায় হাফসা খাতুনের বাসায় নেতা কর্মীরা উপস্থিত হয়। তখন এলাকার চিহ্নিত কয়েকজন তাদের ওপর হামলা চালায়। হামলায় ছয়জন আহত হয়।
আহত আসমা বেগম, শারমিন আক্তার, সুমাইয়া ফাতেমা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

অপরদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আসমা বেগম জানান, এলাকার কয়েকজন হামলা করে। হামলাকারীরা তাঁর মোবাইলফোন ছিনিয়ে নিয়েছে।

এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল গিয়াস বলেন, হামলার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।