৭ জানুয়ারি মঙ্গলবার চিকিৎসার জন্য লন্ডনে যাবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমারি ইয়ার এম্বুলেন্স যোগে লন্ডন যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী। তাকে বিদায় জানাতে নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছে বিএনপি।
সোমবার ০৬ জানুয়ারি রাতে গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে আগামীকাল ০৭ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার রাত ৮ টায় তাঁর গুলশানের বাসা থেকে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওয়ানা হবেন। তিনি রাত ৯ টায় বিমানবন্দরে পৌঁছবেন এবং রাত ১০ টায় রয়েল কাতার আমারি ‘ইয়ার এ্যাম্বুলেন্স’ যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা দিবেন।
এ উপলক্ষে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে দেশনেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো, যাতে রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে কোন বিঘ্ন না ঘটে।
এ বিষয়ে সকল নেতাকর্মী যথাযথভাবে নির্দেশনা মেনে চলবেন বলে আশা করা যাচ্ছে।