১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আজ ৭ জানুয়ারি ডামি নির্বাচনের একবছর

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময়: ১১:১৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ১৫১১ Time View

আজ ৭ জানুয়ারি। ডামি নির্বাচনের একবছর পূর্তি। ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দেয়। কিন্তু ক্ষমতালিপ্সু শেখ হাসিনা রাজত্ব ধরে রাখতে নতুন ফর্মুলা বের করে। “ডামি নির্বাচন”এর আয়োজন করেন। ফলে এই নির্বাচন ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করে।

নিজ দলের একাধিক প্রার্থী দিয়ে একজন দলীয় প্রতীকের প্রার্থী বাকিরা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেয়। তফসিল ঘোষণার পর দেখা যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া সব প্রার্থী আওয়ামী লীগের।

পরিকল্পনা অনুযায়ী ৭ জানুয়ারি ভোটারবিহীন ডামি নির্বাচনে কিছু কিছু দলীয় প্রতীকের বাঘা রাজনীতিবিদকে পরাজয় দেখিয়ে উদীয়মান তরুণ স্বতন্ত্র প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নির্বাচনকে গ্রহণযোগ্য করানো যায়। কিন্তু বিশ্বমানের কোন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে আসেনি। শুধু শেখ হাসিনার মদদ পুষ্ট কিছু পর্যবেক্ষক দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করানো হয়।

এই নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে গিয়েও ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়নি। বিবিসি বাংলা ও ডয়েসেভেলের ক্যামেরায় নির্বাচন নিয়ে অসঙ্গতি দেখা যায়।

ন্যাক্কারজনক এই নির্বাচন জাতির সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

আজ ৭ জানুয়ারি ডামি নির্বাচনের একবছর

আপডেট সময়: ১১:১৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

আজ ৭ জানুয়ারি। ডামি নির্বাচনের একবছর পূর্তি। ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দেয়। কিন্তু ক্ষমতালিপ্সু শেখ হাসিনা রাজত্ব ধরে রাখতে নতুন ফর্মুলা বের করে। “ডামি নির্বাচন”এর আয়োজন করেন। ফলে এই নির্বাচন ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করে।

নিজ দলের একাধিক প্রার্থী দিয়ে একজন দলীয় প্রতীকের প্রার্থী বাকিরা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেয়। তফসিল ঘোষণার পর দেখা যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া সব প্রার্থী আওয়ামী লীগের।

পরিকল্পনা অনুযায়ী ৭ জানুয়ারি ভোটারবিহীন ডামি নির্বাচনে কিছু কিছু দলীয় প্রতীকের বাঘা রাজনীতিবিদকে পরাজয় দেখিয়ে উদীয়মান তরুণ স্বতন্ত্র প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নির্বাচনকে গ্রহণযোগ্য করানো যায়। কিন্তু বিশ্বমানের কোন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে আসেনি। শুধু শেখ হাসিনার মদদ পুষ্ট কিছু পর্যবেক্ষক দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করানো হয়।

এই নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে গিয়েও ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়নি। বিবিসি বাংলা ও ডয়েসেভেলের ক্যামেরায় নির্বাচন নিয়ে অসঙ্গতি দেখা যায়।

ন্যাক্কারজনক এই নির্বাচন জাতির সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়।