বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। ২০২৫ সেশনের জন্য জাহিদ সভাপতি নির্বাচিত ও সেক্রেটারি হিসেবে ফয়সাল মনোনীত হয়েছেন।
মঙ্গলবার ০৭ জানুয়ারি দুপুরে রাজশাহী মহানগরীর বিনোদপুরে শহীদ শরিফুজ্জামান নোমানী মিলনায়তনে আয়োজিত এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও কার্যকরী পরিষদের সদস্যরা নির্বাচন পরিচালনা করেন।
কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ব্যালট পেপারে সদস্যরা ভোট প্রদান করেন। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভোট গণনা শেষে সভাপতি হিসেবে মোস্তাকুর রহমান জাহিদ এর নাম ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান।
এর নব নির্বাচিত সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ সদস্যদের সাথে পরামর্শ করে সেক্রেটারি হিসেবে মুজাহিদ ফয়সাল এর নাম ঘোষণা করেন।
পরে দোয়া মোনাজাত এর মাধ্যমে সমাবেশ শেষ হয়।
রাজশাহী মহানগর ছাত্রশিবিরের কমিটি গঠন
এরপর রাজশাহী মহানগর ছাত্রশিবিরের ও নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে আয়োজিত সদস্য সমাবেশে শামীম উদ্দিন সভাপতি নির্বাচিত ও ইমরান নাজির সেক্রেটারি মনোনীত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।