বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। ২০২৫ সেশনের জন্য আব্দুল আজিজ সভাপতি নির্বাচিত ও সেক্রেটারি হিসেবে ইউসুফ আল গালিব মনোনীত হয়েছেন।
মঙ্গলবার ০৭ জানুয়ারি দুপুর ০২ টায় রাজশাহী মহানগরীর বিনোদপুরে শহীদ শরিফুজ্জামান নোমানী মিলনায়তনে আয়োজিত এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও কার্যকরী পরিষদের সদস্যরা নির্বাচন পরিচালনা করেন।
কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ব্যালট পেপারে সদস্যরা ভোট প্রদান করেন। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভোট গণনা শেষে সভাপতি হিসেবে আব্দুল আজিজ এর নাম ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান।
এরপর নব নির্বাচিত সভাপতি আব্দুল আজিজ সদস্যদের সাথে পরামর্শ করে সেক্রেটারি হিসেবে ইউসুফ আল গালিবকে মনোনীত করেন।
এরপর দোয়া মোনাজাত এর মাধ্যমে সমাবেশ শেষ হয়।