চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে গুলশানের বাসা ফিরোজা থেকে শাহজালাল বিমানবন্দরের পথ রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার রাত ০৮ টার সময় গুলশানের বাসা থেকে বের হন তিনি। এসময় ঢাকা মহানগরী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেত্রীকে বিদায় জানাতে বিকেল থেকে তার বাসার সামনে ভিড় জমায়। রাস্তায় দুপাশে সারিবদ্ধভাবে হাত নেড়ে নেত্রীকে সম্বাধন জানান।
রাত ১০ টায় কাতার আমিরের সৌজন্যে বিশেষ এয়ার এম্বুলেন্স কাতার আমারি ফ্লাইটে লন্ডন যাবেন বিএনপি চেয়ারপার্সন। এর পর বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হওয়ার কথা রয়েছে।