জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ বিষয়ে কুমিল্লাবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসে এ বার্তা দেন তিনি। স্ট্যাটাসে হাসনাত লেখেন; “জুলাই ঘোষণাপত্র” বিষয়ক লিফলেট বিতরণে আগামীকাল (০৮ জানুয়ারি) সারাদিন কুমিল্লার সহযোদ্ধা এবং ছাত্র -জনতার সাথে দেখা হবে ইনশাআল্লাহ….।
এর আগে সোমবার জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশব্যাপী গনসংযোগ (৬-১১ জানুয়ারি) কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারিখ ধারাবাহিকতায় কুমিল্লায় গনসংযোগ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এমনটিই জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।