চব্বিশের জুলাই – আগষ্ট এর ছাত্র-জনতার গণআন্দোলনের সময় নিহত গেন্ডারিয়া আদর্শ স্কুলের দশম শ্রেণীর ছাত্র শহিদ শাহরিয়ার খান আনাসের পরিবারের সাথে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ।
বুধবার ০৮ জানুয়ারি সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা বিএনপি পরিবার এর উদ্যোগে একটি প্রতিনিধি দল গেন্ডারিয়ার দশম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনারসের বাড়িতে যান। সেখানে গিয়ে রিজভী পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং শহীদ আনাসের বিভিন্ন ছবি দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
পরে আমরা বিএনপি পরিবার এর পক্ষ থেকে শহীদ আনাসের পরিবারের সদস্যদের সহযোগিতা করার আশ্বাস দেন এবং তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী দেন।