০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রদল পরিচয়ে কলেজে প্রবেশের চেষ্টা, দুই ছাত্রলীগ নেতা আটক

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ চত্বর থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- উপজেলার বলড়া ইউনিয়নের কুইস্তরা গ্রামের ও বিচারপতি নুরুল ইসলাম কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির ৩নং যুগ্ম আহ্বায়ক তীর্থ চৌধুরী (২২) এবং বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামের ও বয়ড়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের ৫নং যুগ্ম সাধারণ সম্পাদক অনিক আহমেদ (২০)।

 

পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, আটককৃতরা ছাত্রদলের নাম ভাঙিয়ে কলেজে অনুপ্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা তাদের আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং তাদের আটক করে থানায় নিয়ে যায়।

 

কলেজ শাখার ছাত্রদলের সাবেক আহ্বায়ক সজল আহমেদ জয় জানান, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের পদধারী দুই নেতা ছাত্রদলের নাম ভাঙিয়ে কলেজে এসে বিশৃঙ্খলা করার চেষ্টা করে। এতে সাধারণ শিক্ষার্থীরা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

 

সরকারি বিচারপতি নূরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহীনুর রশিদ জানান, হট্টগোলের আওয়াজ পেয়ে ঘটনাস্থলে যাই। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদলের নাম ভাঙিয়ে কলেজে বিশৃঙ্খলার চেষ্টা করছিল ছাত্রলীগের দুই নেতা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের থানায় নিয়ে যান।

 

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান জানান, সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ ছাত্রলীগের দুই নেতা কলেজে বিশৃঙ্খলা করার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা তাদের আটক করে পুলিশে খবর দিলে দ্রুত ফোর্স পাঠিয়ে তাদের থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তারা থানা হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

ছাত্রদল পরিচয়ে কলেজে প্রবেশের চেষ্টা, দুই ছাত্রলীগ নেতা আটক

আপডেট সময়: ০৮:১৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ চত্বর থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- উপজেলার বলড়া ইউনিয়নের কুইস্তরা গ্রামের ও বিচারপতি নুরুল ইসলাম কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির ৩নং যুগ্ম আহ্বায়ক তীর্থ চৌধুরী (২২) এবং বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামের ও বয়ড়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের ৫নং যুগ্ম সাধারণ সম্পাদক অনিক আহমেদ (২০)।

 

পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, আটককৃতরা ছাত্রদলের নাম ভাঙিয়ে কলেজে অনুপ্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা তাদের আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং তাদের আটক করে থানায় নিয়ে যায়।

 

কলেজ শাখার ছাত্রদলের সাবেক আহ্বায়ক সজল আহমেদ জয় জানান, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের পদধারী দুই নেতা ছাত্রদলের নাম ভাঙিয়ে কলেজে এসে বিশৃঙ্খলা করার চেষ্টা করে। এতে সাধারণ শিক্ষার্থীরা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

 

সরকারি বিচারপতি নূরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহীনুর রশিদ জানান, হট্টগোলের আওয়াজ পেয়ে ঘটনাস্থলে যাই। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদলের নাম ভাঙিয়ে কলেজে বিশৃঙ্খলার চেষ্টা করছিল ছাত্রলীগের দুই নেতা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের থানায় নিয়ে যান।

 

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান জানান, সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ ছাত্রলীগের দুই নেতা কলেজে বিশৃঙ্খলা করার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা তাদের আটক করে পুলিশে খবর দিলে দ্রুত ফোর্স পাঠিয়ে তাদের থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তারা থানা হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।