বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জামায়াতকে উদ্দেশ্য করে বলেছেন আমি আপনাদের একটি কথায় মর্মাহত হয়েছি তা হলো কয়েকদিন আগে আপনারা দেশপ্রেমিক হিসেবে ২ টি বাহিনীর কথা বলেছেন, একটি হলো বাংলাদেশ সেনাবাহিনী আর অন্যটি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ সেনাবাহিনী হলো পরিক্ষিত বাহিনী। এই বাহিনী মুক্তিযুদ্ধে জনতার কাতারে মিলিত হয়ে ৯ মাস মুক্তি যুদ্ধে অংশ নিয়ে এদেশের স্বাধীনতা সংগ্রামে যে ভূমিকা রেখেছিল তার জন্য কোনো দলের সার্টিফিকেট দেয়ার প্রয়োজন নেই। এছাড়া আমি মনে করেছিলাম এখনই উপযুক্ত সময় যে ১৯৭১ সালের ঘটনায় আপনারা জাতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন, কিন্তু এখনো পর্যন্ত ক্ষমা প্রার্থনা না করায় আমি মর্মাহত হয়েছি। সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত “সবার আগে দেশ, মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের অহংকার” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার ০৯ জানুয়ারি সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতির সভাপতিত্ব আরো বক্তব্য দেন সাবেক এমপি হারুন অর রশিদ।