শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মন্ত্রী পরিষদের সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফাতিমা কবীর বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার সকালে ধানমন্ডির নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। ফাতিমা কবীর এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার ০৯ জানুয়ারি এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মরহুমা ফাতিমা কবীর একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। নিজ এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে সুপরিচিত ফাতিমা কবীর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী ছিলেন। কুমিল্লা অঞ্চলে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন। তিনি জনসেবার মহান লক্ষ্য নিয়ে রাজনীতি করতেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের ভূমি প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকাসহ সারাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাপক অবদান রাখেন। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।
আমি ফাতিমা কবীর এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”