কক্সবাজার প্রতিনিধি:-খুলনার আওয়ামী লীগ নেতা ও সিটি করপোরেশন কাউন্সিলর গোলাম রাব্বানি টিপুকে কক্সবাজারে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে রাত ৮টার দিকে শহরের সমুদ্র সৈকত এলাকার হোটেল সীগালের সামনে এই ঘটনা ঘটে।
পথচারীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন।
নিহতের পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য মতে, তার নাম গোলাম রব্বানী। তিনি খুলনা সিটি কর্পোরেশনের দৌলতপুরের দেয়ানা উত্তর পাড়ার মো. গোলাম আকবরের ছেলে।
পুলিশ জানায়, গোলাম রব্বানী সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর। ৫ আগস্ট সরকার পতনের পর তিনি এলাকা থেকে পলাতক রয়েছেন।
One thought on “কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনার কাউন্সিলরকে গুলি করে হত্যা”