কাতার আমিরকে ধন্যবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন।
শুক্রবার ১০ জানুয়ারি তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজ এ এক স্ট্যাটাসে লিখেছেন,
আমার মা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য পরিবহন এবং সেই সংক্রান্ত সকল আনুষঙ্গিক সুবিধা উদারভাবে প্রদানের জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির প্রতি আমি গভীর কৃতজ্ঞ।
আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমি এই সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ এবং কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী, বহুমুখী সম্পর্ক গড়ে তোলার জন্য উন্মুখ।
এর আগে মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কাতার আমিরের সৌজন্যে বিশেষ এয়ার এম্বুলেন্স যোগে চিকিৎসার জন্য লন্ডনে যান।