জুলাই বিপ্লবের সর্বশেষ শহীদ অবসরপ্রাপ্ত নৌসেনা মো: মনিরুজ্জামান শনিবার ১১ জানুয়ারিৎষ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শাহাদাতের অমীয় সুধা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রজিউন।
শনিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ মনিরুজজামানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জানাজায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জানাজায় অংশগ্রহণ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সময় দেয়া হয়।