০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুয়াশার চাদরে মোড়ানো সারাদেশ

কুয়াশার চাদরে মোড়ানো সারাদেশ
oplus_32

কুয়াশার চাদরে ঢেকে গেছে সারা দেশ। এবছরের মত এত কুয়াশার আগে দেখে মেলে নি। ১০ হাত সামনের কোন কিছুই দেখা যাচ্ছে না। অফিস গামী মানুষেরা ও দিন মজুর শ্রমিকরা পড়েছেন বিপাকে।

সড়কে যানবাহন একেবারে কম। তার উপর ঘন কুয়াশার কারণে যান চলাচলে বিঘ্ন হচ্ছে। দূর্ঘটনা এড়াতে সাবধানে চলাচল করছে সড়কের যানবাহন গুলো। অফিস গামী মানুষেরা পড়ছে ভোগান্তিতে। মানুষ এর তুলনায় সড়কে যানবাহন অনেক কম।

এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আটকা পড়ে আছে অনেক যান। মাঝে নদীতে আটকা পড়েছে ৩ ফেরি।

বিডব্লিউটিএ সূত্রে জানা গেছে রাত ৩টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝে নদীতে ৩ টি ফেরি আটকা পড়েছে। তবে ভয়ের কিছু নেই। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।