আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে বিতর্কের আয়োজন করেছে দলটি।
মঙ্গলবার ০৭ জানুয়ারি রাজধানীর বিজয় নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত হওয়ার জন্য তিনজন প্রার্থী অংশ নেন। বিতর্কে কেন প্রার্থী হয়েছেন; নির্বাচিত হলে কী করবেন; ফলাফল যা–ই হোক. মেনে নেবেন কি না—এসব প্রশ্নের জবাব দেন প্রার্থীরা। অনলাইনে সরাসরি সম্প্রচারিত এই বিতর্কে তিন প্রার্থী দলের অভ্যন্তরীণ নির্বাচনকে গণতন্ত্রের পথে অভিযাত্রা আখ্যা দিয়ে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানান। প্রতিশ্রুতি দেন ঐক্য বজায় রাখার।
এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জাবেদ ইকবালের সঞ্চালনায় বিতর্কে অংশ নেওয়া প্রার্থী হলেন দলটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ সোলায়মান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) দিদারুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবি পার্টির প্রধান নির্বাচন কমিশনার ওয়ারেসুল করিম।