বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ০৬ জানুয়ারি রাত সাড়ে আটটার সময় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এসময় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগম সেলিমা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডঃ খন্দকার মোশাররফ হোসেন,ডঃ আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস,গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী,ডঃ সালাহউদ্দিন আহমেদ, ডাঃ এজেডএম জাহিদ হোসেন প্রমুখ।
বৈঠকে বিএনপি চেয়ারপার্সন এর চিকিৎসার জন্য লন্ডনে যাওয়াসহ জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ক নিয়ে আলোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।